বাক্‌ ১৪৯ ।। পূর্ণেন্দু মিশ্র

 


পাণ্ডুলিপি  

 

কয়েকটা ভাঙাচোরা দিন। 

কয়েকটা সুখ, দুঃখরাত।

কয়েকটা যাচ্ছেতাই রকমের মারপ্যাঁচ খেলা।

ব্যর্থতা, হেরে যাওয়া-

রাতজাগা চোখ। 

কয়েকটা স্বপ্ন ও বাস্তবের বেহিসেবি টানাটানি।

ছন্দ-ভুল, আনমনা শব্দচয়ন, 

এইসব, এইসব কিছু লেখা।

জানলা ভেঙে নেমে আসে রোদ, 

মাটিগন্ধ, বিকেলবেলা ।

এদিকে খুচরো টিউশন, বাজারে আগুন,

বাড়িতে ঝুটঝামেলা।

এইসব, এইসব কিছু লেখা। 

মেঘ ভেঙে নেমে আসে ভয়,

তেমনি আমার ভেতরে কিছু তোলপাড় হয়, 

তোমরা যাকে পাণ্ডুলিপি জেনেছো।

 


No comments:

Post a Comment