বাক্‌ ১৪৯ ।। আশীষ মাহাত

 

আমি চেয়েছিলাম শান্তি ও আত্মসমর্পণ

 

আমি বাতাসের সাথে ফিসফিস করে কথা বলি, বাতাসে ভেসে আসে প্রেমিকার হাসি ভরা মুখ কান্নায় ভেজা চোখ রাগে-অভিমানে হাফিয়ে ওঠা 

এখন আমার রাত্রির ভিতর চলাফেরা । গভীর অন্ধকারে প্রেমিকা আসে স্বপ্নে মায়াবী হাসি নিয়ে

 

আমার রক্তের স্রোতে ভালোবাসার ঢেউ খেলে

 

কালরাতে হঠাৎ ঘুম ভাঙলে বাতাস আমার কানে কানে বলে ওঠে

 

আশীষ কি চাও তুমি?

তোমার জন্য কি আমি পাগল হয়ে ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায় ?

 

হে বাতাস, গোলাপ ফুলের মতো রক্তে মাখা টুকটুকে লাল হৃৎপিণ্ড ছুঁইয়ে বলছি এসব কিছু চাইনি। আমি চেয়েছিলাম শান্তি ও আত্মসমর্পণ

 


No comments:

Post a Comment