বাক্‌ ১৪৯ ।। সন্দীপন দত্ত

 

পরিমিতি

 

যা যা জানি ভাবি ও বুঝি

সব লিখে দিতে নেই

 

এই যে তোমার গলার হাড়

তোমায় রুগ্ন মনে হয়

এই যে তোমার গালের মেদ

তোমায় স্থবির মনে হয়

 

লিখে দিতে নেই

 

শিল্পের কাছে একবার গেলে

তোমাদের থেকে বহু পরিমিতি

অধ্যায় ভুলে যাব

 

আমি গণিত ছেড়ে সাহিত্য নিয়েছি

 


1 comment:

  1. একদম হক কথা। শব্দ সংযম যথাযথ হলেই আত্মপ্রকাশে বিশ্বাস বাড়ে।

    ReplyDelete