বাক্‌ ১৪৯ ।। অনিন্দ্যসুন্দর পাল

 

সনেট

 

কেউ জানে না কে আগে এসেছিল

 

সম্পূর্ণ পথ এঁকেবেঁকে গেছে

দূরে দূরে ইতস্তত আগামী

হাঁটতে হাঁটতে কয়েকজন ক্লান্ত

 

কেউ জানে না , কেউ দেখেও নি

 

শূন্য, সংসার ও দংশন এসবের থেকেও 

অনেক দূরে

 

কখনও বৃষ্টি এলে, দেখতে পান ঈষৎ দেবতারা

 তুমি সরে যাও, সনেট থেকে অন্ধকারে ।।

 

 

 

দহন

 

এখানে তো কেউ ইষ্ট নয়, যে গাঢ় নীলে 

মেখে নেবে দহন, গর্জন আগুন।

এমনও তো নয়, যে ঢেউয়ে ঢেউয়ে 

গিলে নেবে উন্মত্ত পাপ, ত্রিপর্ণ বিভেদ।

 

সময় যাবে, রুপোলি হবে আকাশ

অজস্র সন্ধ্যের কাছে নিয়তি কেবল

দুটো চোখ, রোজের দীর্ঘ আলাপন ও 

আহত অন্তঃকরণ, স্রেফ এটুকুই..

 

সবশেষে, মহাকালও নুইয়ে নেবে মাথা, 

প্রগাঢ় লোভ, রুক্ষ বর্ণভেদ- সবকটি

গঙ্গার জলে রামধনু হয়ে ফুটবেই ।।

 

 

 

অনুরাগ 

 

মৃদু শব্দ শোনা যায়, আস্তে আস্তে

ভেসে আসে প্রবাসী প্রবাহমান

 

স্বীকারোক্তির পরোয়া নেই কোনো

যে যেমন পারে, পোশাক রাখে

ঝরে পড়ে, এমনই ঘনিষ্ঠ আঙুলে

 

এই তো যথার্থ প্রেম, সহসা স্পন্দন

যাকে মৃদু ভাষায় অনুরাগ বলে।।

 


No comments:

Post a Comment