বাক্‌ ১৪৯ ।। অনিমেষ প্রাচ্য

 

বিদেহী বিড়াল চলে আসে

 

হৃদয়ে সাগ্রহে স্নানে আছি আচম্বিত নয়নে — লব্ধ প্রগাঢ় চোখে তাকিয়ে তো দেখি— ভূমিষ্ঠ হলো আজ কোন প্রাণী! যেখানে সুন্দরীর অপেক্ষায় রজনী ক্লান্ত হয়, তবু সত্ত্বেও কি কারণে বিচ্ছেদ, ভয়াবহ মৃতদেহ?

করবী ভোরের মতো রক্ত আর কাহিনী বেবুন ফুটিলো আচম্বিত নয়নে। মৃতের সাথে প্রেম-প্ররোচিত হয়ে সমুদ্ররূঢ়াংশে গেল যে ঘৃণায় বিড়ম্বিত লৌহজং তারকা! বিদেহী বিড়াল!

কখনও একবার—কখনও একবার— বিদেহী বিড়ালের সহচর হয়ে থাকিতে চাইলাম। অন্ত্যেষ্টির মতো তুমি ফিরিয়া ফিরিয়া, ফিরে আসো। ঘটনায় বহিঃসংযোগ আছে; মলিনতা আছে।

 

আধার পরিমিত হতে নীলোৎপল রজনীতে উপরন্তু চার্বাক তাকাই। যেখানে নিজেকে দেখি সলিল/আচম্বিত নয়নে। যেখানে যেখানে বৃক্ষে ফোটেনি সমূহ সমূহ বীজ, নক্ষত্রের রেখা সেই সংতাপে সেই বর্ণনায় ‘চ্ছেদ-যন্ত্রণায় প্রগাঢ় আমি।


No comments:

Post a Comment