বাক্‌ ১৪৯ ।। সুফল সান্যাল


 

চশমা কাচের চোখ

 

১.

কাচের চোখে দেখছি মাঠ

দেখছি বৃষ্টির দিন কেমন

ঝাঁপিয়ে পড়ে ঝাপসা অনুমান; 

চুলের শোক, দরজা ভাঙা 

কোণায় লেগে পিছলে যাওয়া 

দিনের তরকারি। শুক্রবারে এসে 

দেখছি সোমবার। দোকানে মাংসের

যে নেড়িকুত্তার ভীষণ উৎপাত 

বেড়েছে সম্প্রতি। 

 

২.

ইনফ্রারেড চোখে আমার। স্বর্গের মই 

চেইন দিয়ে বাঁধা, মফস্বলের পাড়া

নাহলে চুরি হয়ে যাবে যে! 

 

৩.

টানেল শেষে অল্প আলো 

কেবলই বিভ্রান্ত করছে আমাদের

সুসময়ের ফ্যান্টাসি। 

 

অঘোরি মাদকতা, বটমলেস পিট

নেমে তো যাচ্ছিই... এ নেমে যাওয়া ইটারনাল

 

1 comment:

  1. চমৎকার লাগল লেখাগুলি 🌹❤️

    ReplyDelete