বাক্‌ ১৪৯ ।। অভিষেক সৎপথী

 

বজ্র

 

 

ডগার কচি পাতাগুলোয় রোদ রেখে যাচ্ছে তাদের মহাবিশ্ব  প্রাচীন আঙুলের ছাপ। আমি অনেক আগেই খুলে রেখেছি  শরীরের খোলস।

 

নাও এক এক করে তুলে নাও আমার অপ্রয়োজনীয় দুশো ছয়টি হাড়। 

 

তুমি অভিসন্ধি, বজ্র কিংবা তোমার আঁকা চাঁদ আলপনা রঙা আত্মহননের হাতিয়ার। 

 

যে বালকটি ফড়িং ধরে সুতো দিয়ে ঘাস বাঁধছে, তুমি কি তাকে শ্রান্ত হতে বলো? ইন্দ্রকে বেচেছি অস্থি প্রত্নমূল্যে... 


No comments:

Post a Comment