বাক্‌ ১৪৯ ।। বিদিশা সরকার

 

বলে রাখা ভালো 

 

উড়ে এসে জুড়ে বসল লেখা --

লেখা মানে, দত্ত নয় 

সুলেখা মোড়ের থেকে বাঁ'দিকে একটু গেলে 

ভেসে আসবে মোমো'র সুবাস 

 

এক্ষেত্রে বলে রাখা ভালো,

শরীরের অর্থ খুঁজে এখানে এসেছে যারা 

অন্নপূর্ণা আপ্যায়ন চেটে পুটে,শেষে 

হাত না ধুয়েই--

 

তারও আরো দুটো বাড়ি পরে 

অধম গন্তব্য ঠাঁয় বৃষ্টি ভিজেছিল 

সাড়া দিয়েছিল ডাকনাম,

ডিও'র গন্ধ মাখা ছত্রপতি অন্য কারো

 

আমার জানেজা

 

 

আয়ুষ্মান 

 

দৃশ্য পুড়ে যায় 

চোখ বন্ধ কর আয়ুষ্মান ,

যারা সব দেখেছিল 

উঠোনের এক চিলতে রোদে 

ভিজে চুল রোদ মেখে 

ফিরে যাওয়া শরীরী ভাষারা 

আজ কোনো কথাই বলবে না 

সব দৃশ্য ফিরে গেলে ক্যানভাসে লেগে থাকা চুল 

বিনুনির স্মৃতি থেকে 

তোর কোনো পুরোনো কবিতা 

কেয়োকার্পিনে ……

 

আসলে সবইতো ধুলো অথবা ছত্রাক 

দেয়াল এগিয়ে আসে 

পর্দায় নাটকীয়তা 

নুয়ে যেতে যেতে তুই জেনে নিস আগুন সভ্যতা 

 

আমি সেই বিদ্যুতের কথা বারবার বলতে চেয়েছি 

একবার তাকা 

ফ্রেন্ড রিকোয়েস্ট 

একবার ……

পায়ে পায়ে সমুদ্রও ছুঁয়ে যাবে 

ক্যাসুরিণা ছায়া 

 


No comments:

Post a Comment