বাক্‌ ১৪৯ ।। নাফিস নাদভী

 


ডাকঘর

 

ডাকঘর-সংক্রান্ত কিছু জটিলতা অবসানের উদ্দেশ্যে বের হয়েছি

পৃথিবীর কেন্দ্রে ডাকঘর এক আশ্চর্য স্থান, তাই দুরূহ হলেও বেরিয়ে পড়া

উপযুক্ত সিদ্ধান্ত বলে স্থির করি। নচেৎ কিছু অপ্রাপ্তির সম্ভাবনা আছে। জনৈকা

হাসনা বানু লিখেছেন জন্মের অধিক এক ক্লান্তি যাত্রাপালার পথ অবরোধ করে

অথচ আমরা দেখতে পাই তিনি দিনদিন প্রবলতর অভিনেত্রী হয়ে উঠছেন;

ভাংকার চিঠিটিও পৌঁছেনি

প্রাপকের যথাযথ ঠিকানা ছিল না বলে, কিন্তু আমরা জানি তা অনিবার্য ছিল না।

ডাকঘর আমাদের ভাষা পড়তে ব্যর্থ, এমন আশংকা যেহেতু আমাকে বিমর্ষ করে,

আমি হাটে, বাজারে, যেখানে মানুষের আয়োজিত জটলা রয়েছে

এবং সেখানেও, যেখানে মানুষ মাছের চোখের মত নিরাভরণ অথচ জলমগ্ন

ভ্রমণ করি ডাকঘরের বিশিষ্ট যাতনা নিয়ে, পরিশেষে দেখি

মানুষ কখনও জানেনি তাদের হৃদয়ে এক অপরূপ ডাকঘর আছে!

 


1 comment: