বাক্‌ ১৪৯ ।। স্বপ্না বন্দ্যোপাধ্যায়

 

রাই আমাদের করছে সিনান...

 

রাতচরা মাড়িয়ে গেলো মাঝরাত

দূরে কিছু বাড়ি কুয়াশার ঝাঁক

নিজেকে বুজিয়ে

বুজিয়ে বুজিয়ে

চোখ নীল

বাগান ঝুঁকলে দিঘি ল্যাপ্টানো শীত

জড়োসড়ো কেউ জলমাখা

শরীরের মোড় থেকে সার সার বাঁশি

তারারিম তারারিম

উহুহু উহুহু

সুরে খেলাচ্ছে বাতাসের ঢঙ

চাঁদের প্রলেপে নেশা আলো

মোমঘষা ঝিমধরা ধোঁয়া

স্নানের ডাল ও ডালের আবডাল মিলমিশ

 

চন্দনে ‘হায় হায় মোহে লাজ বিত না যায়ে’

তিলকরাগ অলক্তজ্বর কদম্ববিস্ফোটক

এরপর মাথুরপর্ব শুরু হবে

 

 

হে গম্ভীর হে গম্ভীর

 

পাশার দান উল্টে সোজা

এই দেহ পুরানি নশ্বর

থাবা ও ভিতের ইট দু’ই

রাত ও জঙ্গলে জাগা

এক দানে ছলকছলক

ঝিঁঝিঁডাক চারুমাস মরসুমিগন্ধ

এবং আশাবরী ভোরের পায়েস

এমত ধানের ক্ষেত রমণীদুর্লভ

গোড়ার পেখম ডাক নিড়ানির

শব্দ উঠে উঠে ফের নিভন্ত

 

একা ঘর

ঘর ভাবনাহীন একা

নাভিতে তেলের প্রদীপ

ত্রিকোণমিতিতে জোয়ার

ভেসে যাচ্ছে সাধের মন্দির

শালিক দোদুল্লেজ সর ও সুবিধার

আরতিমহল

 

রঙের পাঁশুটে মুখে

শতরঞ্চি ফাঁকা পড়ে আছে

 

 


1 comment: