বাক্‌ ১৪৯ ।। অভিজিৎ দাসকর্মকার


 

লাল সেলাম দেওয়া আসন্ন সন্ধ্যা

 

বহুদিন পর চূর্ণ বিনুনির অগোছালো থেকে

শরীরের তাপমাত্রায় আগল খোলা শ্যাম্পুর শিশি পর্যন্ত

সব অভি-উবাচ 

 

তার ভিতর গণিতের গুণিতক, আর 

বাসা বাঁধছে কৃষ্ণকায় ভ্রমর

 

কী ধরনের সুগন্ধ বাতাস গন্তব্যহীন ঘুরছে,তবুও

দোষ দিতে পারছিনা,কারণ তোমার

নিটোল দুপুরবেলায় নিষুতি তিল লাল হয়ে বসে

 

বারান্দার পাশে ঢলে পড়েছে ঝাপসা আকাশি মেঘ,

 

মনে আছে,তুমি

রাধা সেজেছিলে, তোমার দেহতত্ত্বে 

কতটা রোদ্দুর পড়েছিল কবিতা সমগ্রেও বলতে পারবো না

 

শুধু

নিজের নিথর ইচ্ছেগুলোকে সাবান মাখিয়েছি 

দুঃখের থেকে বহুদূরে শ্যাওলা,অথচ থকথকে

কস্তুরাপাখির ডাক,আর

 

কুয়াশার কুহকে সেগুন হাওয়া পায়ে পায়ে গোল

ঘুলঘুলির ঠিক পাশে রঞ্জনের অপেক্ষায়, পরনে 

 

লাল সেলাম দেওয়া আসন্ন সন্ধ্যা,আর

 

যখনই ঘুম নিস্তেজ হয়ে গলায় এসে আশ্রয় নেয়,

ব্রহ্মচর্য সনাতনী স্বপ্নে ব্রাহ্মনী শয্যায় সারারাত দোষ হয়ে ঘুরে বেড়ায়

বিরহীনির হাতে চাপা তলপেট,তবুও

ভ্রূণ সমুদ্র থেকে বেহিসেবী থৈ নিয়ে ঢুকছে আবার

বেরুচ্ছে... 

 

 

 

জিভের আইসোবারে বন্ধুত্ব

 

আমি ভগ্নাংশে দাঁড়িয়ে পড়েছি,

চোখরে পাতায় লিখবো ইতিবাচক পরিবর্তন

আমার মেমব্রেন জুড়ে শরীরীরস;তুমি বুক নিয়ে একবার উঠছো

আবার নামছো,

লোমকূপ জুড়ে লীনতাপ আর্য হয়ে উঠছে,কী বলিষ্ঠ সাম্রাজ্য তবুও 

বিভাজিকা পেরোলেই মিষ্টি মিষ্টি চারিদিক,অথচ

 

সুজনবরেষু,

তুমি শুধুই মহাজাগতিক নরক হয়ে বলো

পরিবর্তনের অর্বিট-ঘরের আগ্রাসী লেকচার দিয়ে বলো,কারণ

তুমি দেখতে পাচ্ছো না,ওই

 

অস্পষ্ট নজর থেকেই জন্মনেয় শ্যাওলা

আর আমার গামছার গায়ে 

সম্মিলিত হয়েছে খনিজ,এবং 

 

জিভের আইসোবারের বন্ধুত্ব

শনির বলয় পেরিয়েছে,আর

বুকের ধাপে ক্ষত নিয়ে ঠাঁই দাঁড়িয়ে চাঁদ

 

 

 

 

ব্লাউজে বিষণ্ণ দুপুর

 

আ-শরীরময় ব্যঞ্জনবর্ণ সংগ্রহ করছে ঘুমের বাহানায়,নাভি আর

ব্লাউজে বিষণ্ণ দুপুর ঘন সবুজাভ,হাট করে মেলা 

দন্ত-কৌমুদী 

 

ঠোঁটের উপর ১টি নিটোল দশমিক, ঢুলুঢুলু আলগা ডাক,

কুচি চুলে রূপালি মাছের ন্যাকামো ও

গালের দক্ষিণে ১টি লঘিষ্ঠ টোল দেখতে ইচ্ছে করছে___

 

একচল্লিশ বছরের স্তন মাঝারি হয়ে উঠেছে,তবু

 

তুমি শব্দস্তবক দেখো,সমস্ত 

বিকেলে বিসর্গ,সারা মেঝে জুড়ে আর

তোমার হাসিতে দ্রাঘিমা বিলীয়মান 

 

বর্ষার জলে বুক ঠুকে নাব্যতা এনেছে যারা, আনুক

আনুকুল্যে গাছের পাতা হয়ে উঠছে ইতিহাসের উপযুক্ত সময়---

  

তুমি কৃষ্ণ চোখের আয়তে ডুবে

তুমি তানপুরা কোলে বসো,রাধাচূড়া সেজেছে কোমরে 

আমি আঙুল বেয়ে উঠবো,বারবার ডুব দিয়ে...

 

No comments:

Post a Comment