মিড-ডে মিল
ঘুম ভাঙতে না ভাঙতেই
মাঠে চলে যায় অজয়।
যখন বাড়ি
ঢোকে, তার আগেই মা
চার বাড়ি কাজ করে
ফিরে এসেছে।
ছেলেকে দেখেই আজ
তারস্বরে চেঁচিয়ে উঠল অজয়ের
মা— ‘স্কুল বন্ধ হওয়ার
পর থেকেই তো পড়াশোনা
একেবারে শিকেই তুলেছিস, বন্ধুদের সাথে সারাদিন আড্ডা
না মেরে একটা কাজ
খুঁজে নিতে পারিস তো।’
মায়ের কথায়
কান না দিয়ে অজয়
ঘরে ঢুকে বিস্কুটের কৌটো
খুলে গোটাকয়েক বিস্কুট বার
করে মুখে পুরে দিল। কিছুটা
ক্ষোভের গলাতেই মাকে বলল—
‘কেন ভোলার দাদা তো এবার উচ্চমাধ্যমিক পাশ করল। না
পড়েই। মাঠেই তো
দেখতাম সারাদিন। সঙ্গে
নাকি অনেক টাকাও দিয়েছিল
নতুন ফোন কেনার জন্য। ভোলা সেদিন নিয়ে এসেছিল
নতুন ফোনটা। অনেক
কিছু আছে ফোনে। সিনেমা দেখা
যায়। গেম খেলা
যায়। ফেছবুকও হয়। আজ
তুমি যখন স্কুলে মিড-ডে
মিল আনতে যাবে মাস্টারদের
জিজ্ঞেস করবে তো, আমাদেরও
নতুন ফোন দেবে কিনা। তাহলে আমরাও সারাদিন গেম
খেলতে পারব। ফেছবুক
করতে পারব। আর
এত মাঠেও যাব না
তখন।’
No comments:
Post a Comment