বাক্‌ ১৪৯ ।। নীলোৎপল গুপ্ত

 


অতঃপর ঘটনা ঘটে

 

আলো শব্দে বায়ু ধায় গম্বুজমিনারে বসে পাখি

পাখি শব্দে ডানা কাঁপে স্মৃতি শব্দে মনের উড়ান

সে কোন গবাক্ষ থেকে খসে পড়ে দৃষ্টি অপলক

দীপ শব্দে উদ্ভাসিত দৃশ্য ভাসে বিগতজন্মের।

 

জন্মেরও ভিতরে জন্ম জেগে থাকে বীজ মৃত্যুহীন

বীজের গর্ভে প্রাণ ভাসে চিত্র গল্প খণ্ডিত 

খন্ডে খন্ড জুড়ে যায় গড়ে ওঠে আখ্যান বিপুল

আমরাও মিশে যাই সেই নাট্যে শান্ত কুশীলব।

 

অতঃপর ঘটনা ঘটে অঘটন-ঘটন-পটীয়সী

গল্পে রক্ত লাগে ক্ষুরধ্বনি ঘুমের ভিতর

শতাব্দী পাল্টে যায় হৃতরাজ্য লুপ্ত জনপদ

বাণিজ্যের আবর্তনে মেতে ওঠে সুবর্ণবণিক।

 

তবুও কাহিনিপ্রান্তে জ্বলে থাকে গবাক্ষের চোখ

গবাক্ষে মুখশ্রী ভাসে অনিবার্য চন্দ্রউপমায়

স্বপ্নমধ্যে ছায়া পড়ে প্রেক্ষাপটে গম্বুজমিনার

মিনারশীর্ষ থেকে উড়ে যায় পাখি অলৌকিক।

 


No comments:

Post a Comment