বাক্‌ ১৪৯ ।। অমিত চক্রবর্তী

 

বাগানে পাথর

 

কোদাল সতর্ক করেছিল, কাঁধ থামাতে চেয়েছিল

পেশী সঞ্চালন

তবু একরোখা, তবু গোঁয়াড়ের মত নির্বোধ –

মেটালে–পাথরে ঠোক্কর এখন, জখমী স্পর্শ।

এ ধাক্কার আওয়াজ আমি আগেও শুনেছি

এনামেলের সানকিতে সেই ধাতব আওয়াজ, কোটিংগুলো

চিড়বিড় করে চর্তুদিকে –

বাগানে খুঁড়তে গিয়ে এবার পাথরে ঠেকেছে কোদাল।

 

পথ জুড়ে সে পাথর বাগানে –

গেট আটকে সম্ভাবনার, পিটুনিয়া কি পিয়নি ঝাড়

অথচ তুলে ফেললেই সাধারণ

অথচ সরিয়ে ফেললেই পাশের বাড়ি, অবিকল

তাই পাথরে হাত বুলাই আমি, শখের মালি, রিটায়ার্ড ব্যাঙ্কার।

জমাট বেঁধে রেখে দিই সে শিলা, বাগানের এক কোনে

জড়সড় এখন, যেন চকচকে ট্রফি ওয়াইফ

যেন চিড়িয়াখানায় সাদা বাঘ।

 


1 comment: