বাক্‌ ১৪৯ ।। মানস সরকার

 

জনৈক করোনা রোগীর মৃত্যু প্রতিবেদন

 

আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি সরকারি হাসপাতালের একদম এমার্জেন্সি ওয়ার্ডের সামনে। হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছেন। একজন মরণাপন্ন করোনা রোগীকে মাটি থেকে তুলে ওয়ার্ডে ঢোকানোর চেষ্টা করছেন ওঁর বৃদ্ধা স্ত্রী। আমরা দীর্ঘক্ষণ ধরেই ঘটনায় নজর রাখছি। ক্যামেরায় টানা চোখ আমাদের ক্যামেরা পার্সনের।

এখান থেকেই দেখতে পেয়েছি, বারবার ভদ্রমহিলা ওয়ার্ডে গিয়েছেন। আন্দাজ করা যায়, তিনি হসপিটাল কর্মীদের অনুরোধ করেছেন, এসে রোগীকে তুলতে একটু সাহায্য করার জন্য। অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে। কেউ এগিয়ে আসছেন না। স্পষ্ট দেখা যাচ্ছে, রোগীর এবার শ্বাসকষ্ট শুরু হল। দু’জন যুবক এগিয়ে আসছেন আমাদের দিকে। একটু কথা বলার চেষ্টা করি।

—আচ্ছা,  আপনারা কি ওই ভদ্রমহিলাকে একটু সাহায্য করবেন না?

তো দেখতেই পাচ্ছেন, দু’জনের কেউই কথা বলতে রাজি হলেন না। বরং প্রায় দৌড়ে পালিয়ে গেলেন। এ কোন সমাজে বাস করছি! দীর্ঘক্ষণ নজর রাখতে রাখতে গ্লাভসে আমাদের হাত ঘেমে উঠেছে। মাস্কের আড়ালে কথা বলতে বলতে হাঁফিয়ে উঠছি। কিন্তু সত্যি ঘটনাকে আপনাদের সামনে দেখানোর জন্য আমরা, আমাদের চ্যানেল বদ্ধপরিকর।

ওই দেখুন! শুধু দেখুন, অক্সিজেনের অভাবে কেউ না এগিয়ে আসায় মুমূর্ষু ওই রোগী শেষ পর্যন্ত মারা গেলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, মারা গেলেন। এবং শেষ পর্যন্ত এ নিষ্ঠুর অথচ চরম সত্যকে আমরা আপনাদের চোখের সামনে তুলে ধরলাম। কারণ সত্যকে তুলে ধরতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।

ক্যামেরা পার্সন উৎসব ভট্টাচার্যের সঙ্গে আমি অলীক বন্দ্যোপাধ্যায়, নিউজ জিএনএন, কোলকাতা।


No comments:

Post a Comment