জাঙ্কইয়ার্ডের কবিতা
কুচোভাঙা বস্তার উপর
মোহমিয়া রাধাচূড়া ফুল
বস্তার চেইন খোলা-উঁকি
দেয় লাবণ্যা বার্বি পুতুল
সে পুতুল, যে পুতুল
মেধা হাতে গড়া হয় একসময়,
সময়ের ভিতরে জল পেয়ে
সিঁথে- নাক ক্ষয়ে যায়
ভেঙে যাওয়া অতটা সহজ
হবে ভেবেছো কখনো ?
কুমোরটুলি অন্ধকারে
ভাঙত প্রতিভূ আলোর হ্যারিকেনও
তারা আজ
জড়িয়ে-জাপটিয়ে পরিত্যক্ত বস্তাশরীর !
কুকুরীচোখ সবুজ পান্না,
কিংবা নিয়নজহুরীর
মেঘবস্তা টেনে টেনে বের
করে পুরাতন মাংস- হাড়
আরো খোঁজে, তার যেন
সম্পূর্ণ শরীর দরকার !
দারুন ❤
ReplyDeleteথ্যাংকু
Deleteভালো লাগল। অনুভূতি স্পর্শ করল আমাকে।
ReplyDeleteধন্যবাদ 🌿
Delete