বাক্‌ ১৪৯ ।। কৌশিক সেন

 

কাপুরুষ

 

তোর সাথে ল্যাঙটো শুতে যে দম লাগে, তা দিয়ে হাফ ডজন

বারোয়ারি দুর্গাপুজো করে নেওয়া যায়। রথের মেলায় পাঁপড়ভাজা

খাবো বলে যে পয়সা জমিয়েছিলাম, সবটাই উড়িয়ে দিয়েছি

হাউইবাজির সাথে, একটা কন্ডোমও কিনতে পারিনি! নদীর পাড় দিয়ে

তোর সাথে একলা হেঁটে আসবার সময় কতবার যে ইচ্ছে হয়েছে,

তার হিসেব নদীর ঢেউ গুনে রেখেছে সবটাই!

 

শুধু তুইই জানতে পারলিনা, সমুদ্রের স্বপ্ন দেখতে দেখতে

জলঢোঁড়ার মতো পুকুরে নেমে গেছি কবেই!

 


6 comments:

  1. অনন্য উচ্চারণ। সাহসী লেখা

    ReplyDelete
  2. যাক, বুকে বল পেলাম!

    ReplyDelete
  3. নিমাই জানা

    অসাধারণ কবিতা পড়লাম দাদা । চলুন

    ReplyDelete
    Replies
    1. আপনার মতামত আমার কাছে একটা দারুণ ভরসার জায়গা।

      Delete
  4. সত্যিই দুর্দান্ত

    ReplyDelete
    Replies
    1. অজস্র ধন্যবাদ আপনাকে

      Delete