বাক্‌ ১৪৯ ।। শেখ সোহাগ রেহমান

 


বাষ্পীভূত হও

 

মৃত্যুর বিপরীতে দাঁড়িয়ে দুটো আত্না—

সময়ের পাথর ঘেঁষে বয়ে চলে পাখির গান প্রিয়তমার জলস্রোতে।

 

স্পর্শের মেরুতে নেই কোন চিহ্ন,

নেই পদধূলি শব্দঘোড়ার— অবাঞ্চিত ছায়ায়...

 

বাষ্পীভূত হও,

বদলে ফেলো পোশাক, রাতের মিনারে রেখো না স্মৃতির জঞ্জাল।

হে নশ্বর জীবন— একবার তাকাও পতিত জমিনে!

 

০২.০৮.২১

 

 

নিরক্ষর স্রোত

 

পাতা ধোয়া রোদে মুছে যাচ্ছে ঘর

প্রেমিকার শাড়ির আঁচলে না জায়েজ সুর।

ফুসফুসের ভেতর—

নাচছে ডানা ভাঙা পাখির অন্ধ ছায়া

মিলনে ফলেছে ভাঙা কাচ টুকরোর যৌথ হাসি, মাছের বয়ান।

 

পাথরচাপা ঘাসের মৃত্যুগন্ধা হাসি দ্যাখে—

যুবতীর ব্লাউজের ভেতর ঢুকে পড়া বেগানা রোদের মতো,

সমূহ চিৎকার পেরিয়ে আমিও ঢুকে গ্যাছি লবণগ্রামের বায়োডাটায়।

 

আমাকে আর খুঁজেও পাবে না কোনদিন...

 

(০৯.০৬.২১)

 

উল্টো হাওয়ার গান

 

হয়ত দ্যাখা হবে, দ্যাখা হবে একদিন

কাঠের সমুদ্রে বিচ্ছিন্ন ঢেউ, অযুত পবিত্রতায় ডুব সাঁতারের পাপ—

স্বচ্ছ আয়নায় ভাঙা ভাঙা ইমেজ, দ্যাখা হবে।

দ্যাখা হবে প্রেম!

রোদের কোলে মেঘ, জলের পিঠে আগুন।

বিন্দুতে বৃত্ত- বৃত্তের ভেতর কাঙ্খিত ফুল!

দ্যাখা হবে, দ্যাখা হবে একদিন...


No comments:

Post a Comment